প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের



 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন।

গুতেরেস বলেন, জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায়। সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট ফর দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। এর প্রণোদনামূলক অর্থায়ন বাংলাদেশের জন্য বিশেষ সহায়ক হবে।

বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন গুতেরেস। বলেন, ‘তারা (শান্তিরক্ষী) আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি এখানে উপস্থিত হতে পেরেছি, কারণ তরুণেরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।’

গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায়।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি এখানে উপস্থিত হতে পেরেছি, কারণ তরুণেরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url